Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
১১নং রাধাকানাই ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

এক নজরে ১১নংরাধাকানাই ইউনিয়ন

 

এক নজরে,

যোগাযোগ ব্যবস্থাঃ-

ফুলবাড়ীয়াসদর হইতে ফুলবাড়ীয়া থানা সম্মুখ হইয়া পাকা রাস্তায় সিএজি, রিক্রুসাযোগে রাধাকানাই বাজারে ইউনিয়ন কমপ্লেক্র ভবন অবস্থিত।

 

গ্রাম ভিত্তিক লোক সংখ্যা

ক্রমিক নং

গ্রাম

পুরুষ

মহিলা

মোট

০১

রাধাকানাই

 

 

১৯৬৯৩

০২

রঘুনাথপুর

 

 

        ৭৩৭৭

০৩

পলাশতলী

 

 

        ১০০৮৫

০৪

       গোবিন্দপুর

 

 

         ৯৭৯

 

 আয়তনঃ- ৯ হাজার ৩ শত ৮৮ একর।

 

হাট বাজার - ৪টি

 

                                 

                                                  ০১/ রাধাকানাই বাজার

                                                   ০২/ ধুরধুরীয়া বাজার

                                                   ০৩/ রঘুনাথপুর বাজার

                                                   ০৪/ পলাশতলী বাজার

 

০২/  ১১নং রাধাকানাই ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র।

২.১ সাংগঠনিক কাঠামোঃ-    

প্রতিটি ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বিভক্ত।                      

(ক) একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর

ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত।

(খ) প্রতিটি ওয়ার্ড হতেএকজন সদস্য সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার দ্বারা নির্বাচিত।

(গ) প্রতি তিনটি ওয়ার্ড হতে একজন মহিলা সদস্য ভোটারদের ভোটে নির্বাচিত।

 

 

পরিষদ

চেয়ারম্যানঃ ১

সদস্যঃ ৯

মহিলা সদস্যঃ ৩

নির্বাচিতদের মেয়াদ ৫ বৎসর।

২ ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ-

 

Ø     আইন শৃঙ্খলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রসাশন কে সহায়তা করা।

Ø     কৃষি, বৃক্ষরোপন, মৎস ও পশুপালন স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ।

Ø     পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো।

Ø     স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।

Ø     জনগনের সম্পত্তি যথা- রাস্তা, ব্রীজ, কালবার্ট, বাঁধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ।

Ø     ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা।

Ø     স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা।

Ø     জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুঃস্থদের নিবন্ধন করা।

Ø     সব ধরনের শুমারী পরিচালনা করা।

Ø     বিভিন্ন সমস্যা সমাধান, গ্রাম আদালত, শালিস, উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, সরকারের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন সেবা প্রদান, নাগরিক সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন প্রত্যয়ন পত্র প্রদান, নিরাপদ পানি সরবরাহ, শিক্ষা কার্যক্রম পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা, রাস্তা-ঘাট, পুল-কালবার্ট নির্মাণ ইত্যাদি।