Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সু-খবর, সু-খবর- সিম নিবন্ধন
Details

ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার নিজেদেরকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। তিনি মেয়েদের উদ্দেশ্যে বলেন, কাজের মুল্যায়ন পেতে হলে অর্থ উপার্জন করতে হবে। আর তার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। লেখাপড়ায় মনোযোগি হয়ে নিজেদের মধ্যে আকাঙ্খা তৈরি করতে হবে। উচ্চ শিক্ষা অর্জন করে হালাল উপায়ে অর্থ উপার্জন করার আহ্বান জানিয়ে লীরা তরফদার আরও বলেন বাল্য বিবাহ প্রতিরোধে আমার ফোন নম্বর সব সময় উম্মুক্ত থাকবে। এ বিষয়ে ফোন করা হলে আমি তোমাদের পরিচয়ও জানতে চাইবো না। বুধবার (২০সেপ্টেম্বর) উপজেলার ১১নং রাধাকানাই ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণাকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার এসব কথা বলেন। বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি ফুরকানাবাদ এম আই দাখিল মাদ্রাসায় বাল্য বিবাহ বিরোধী র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালী শেষে মাদ্রাসার হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও লীরা তরফদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া তরফদার (শিমুল তরফদার)। সুপার এস এম শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাধাকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান তরফদার, সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুল কুদ্দুছ, সমাজ সেবক কাজী হাবিবুর রহমান, কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ খোকন। পরে বাল্য বিবাহ কে ‘না’ বলুন সম্বলিত প্লে কার্ড প্রদর্শন করে ফুরকানাদ এম আই দাখিল মাদ্রাসা, রাধাকানাই উচ্চ বিদ্যালয় ও রাধাকানাই বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা র‌্যালীতে অংশ গ্রহণ করেন। সম্পাদনায়- মো: আব্দুস ছাত্তার স্থানীয় সময় ২০সেপ্টেম্বর

Images
Attachments
Publish Date
20/12/1900
Archieve Date
20/12/1900