Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী,জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা
বিস্তারিত

 

মাননীয় প্রধানমন্ত্রী,

জননেত্রী,জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা

 

মা’গো আপনার চরণধূলী মাথায় নেবার আকুল আকুতি হৃদয়ে ধারন করে এ পত্র খানা লিখতে বসেছি। জানতে পারলাম, আপনি ইউনিয়ন পরিষদ আইন সংশোধন করে ইউনিয়ন পরিষদকে দলীয় পতাকা তলে আনার পদক্ষেপনিয়েছেন। এটি একটি মহৎ উদ্যোগ।কিন্তু মা’গো আপনি জানেন কি ? আপনি কোন্ প্রতিষ্ঠানের দায়িত্ব আপনার কাঁধে নিতে যাচ্ছেন। এ প্রতিষ্ঠানের প্রধান একজন চেয়ারম্যান এর মাসিক সরকারী ভাতা ১৫৭৫ টাকা, সদস্যগণের সরকারি ভাতা ৯৫০ টাকা। যা এঁদের একবেলা চা খাবার মূল্য হয় না। এঁরা উক্ত ভাতারঅতিরিক্ত কোন টাকা উপার্জন করলে সে টাকা অবৈধ উপার্জন হয়। যে প্রতিষ্ঠানে আজও ব্রিটিশ ও পাক-পন্থীদের আইন কার্যকর আছে। উন্নয়ন খাতের প্রচুর অর্থ বরাদ্দ দেওয়ার সুযোগ থাকলেও দূর্ণীতিগ্রস্থ, অকার্যকর ও অথর্ব প্রতিষ্ঠান বলে চিহিৃত হওয়ায় এখনো সীমিত অর্থ বরাদ্দ দেওয়া হয়।

 

এ প্রতিষ্ঠানে স্নাতক/স্নতকোত্তর ডিগ্রীধারী একজন ১৪ নাম্বার গ্রেডের সচিব নামের কর্মচারী রাখা হয়েছে। যাদের নেই সরকারী চাকরীজীবির মর্যাদা। পেনশন ভাতা, প্রভিডেন্ট ফান্ড সহ সরকারী চাকরীর অনেক সুবিধা থেকে এরা বঞ্চিত। কোন কোন সময় মাস শেষে এদের বেতন হয় না । এদের কাঁধে একাধিক কর্মচারীর দায়িত্ব চাপিয়ে রাখা হয়েছে, যাতে এরা কোন কাজ সুষ্ঠ ভাবে করতে ব্যর্থ হয়। নির্দিষ্ট বেতন ভাতার অভাবে তথ্য সেবা কেন্দ্রে দক্ষ লোক নিযুক্ত করা যায় না। কাজ করার লোক না থাকলেও এ প্রতিষ্ঠানে তদারকী করার লোকের অভাব হয় না। শুধু মাত্র চাপেফেলার জন্য ট্যাগ অফিসার, তদারকী ,কর্মকর্তা ,ইউ,ডি,ও,এর মত বিভিন্ন কর্মকর্তা নিযুক্ত করা হয়। এসব কর্মকর্তাগণের চাপে ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠানটি পঁচা দুর্গন্ধময় একটি নর্দমায় পরিণত হয়েছে।

উক্ত প্রতিষ্ঠানে গ্রাম পুলিশ নামক কিছু ২৪ ঘন্টার অ-কর্মচারী রাখা হয়েছে যাদের মাসিক বেতন ১৯০০ টাকা। এরা সংসার চালানোর তাগিদে ভিন্ন পেশায় আত্ম নিয়োগ করেন। ফলে এরা মাসে ৩ দিনও কাজ করতে ব্যর্থ হয়। তুমিকি পারবে মাগো এ সকল অ-যোগ্য মানুষদের দায়িত্ব নিজের কাঁধে নিতে ? তুমিকি পারবে মা’ এদেরকে দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে ? তুমিকি পারবে মা’গো এদেরকে সৎ,নিষ্ঠাবান সুনাগরিক এর মর্যাদা দিতে ?

 

মা তোমার উপর আমার যথেষ্ট আস্থা রয়েছে। আমি জানি তুমি একজন জাতির পিতার সমত্মান। তোমার পিতা একটি জাতিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। আর তুমি সেই রাষ্ট্রকে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবারমতো একটি রাষ্ট্র করে দেবার পথে দূর্বার গতিতে এগিয়ে চলেছ। একমাত্র তুমিই পাড়বে এ প্রতিষ্ঠানকে কার্যকর ও দূর্ণীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। এজন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। আমি জানি তোমাকে অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে নিম্নে উলেস্নখিত কাজ গুলি সুচতুর ভাবে করতে হবে।

চেয়ারম্যান ও সদস্যগণের জন্যঃ

১। দেশের উন্নয়ন তহবিলের  সকল অর্থ স্থানীয় সরকার গুলীর মাঝে  সুষম বন্টন করে, জনগনেরচাহিদার ভিত্তিতে এ অর্থ ব্যয় করার দায়িত্ব এঁদের দিতে হবে।

২। চেয়ারম্যান গণের সম্মাণী ভাতা ২০,০০০/= (বিশ হাজার টাকা) এবং সদস্যগণের সম্মাণী ভাতা ১০,০০০/= (দশ হাজার টাকা) করে দিতে হবে এবং সময়ে সময়ে 

     এ ভাতা বৃদ্ধির ব্যবস্থা রাখতে হবে।

৩। উন্নয়ন খাতের বরাদ্দকৃত অর্থ হতে একটি অংশ এদের পারিশ্রমিক হিসেবে দেওয়া যেতে পারে।

ইউ,পি সচিব এর জন্যঃ

১। ইউ,পি সচিব এর চাকুরী জাতীয় করন করতে হবে।

২। দ্বিতীয় শ্রেণী/১০ম গ্রেডের মর্যাদা দিতে হবে ।

৩। নির্দিষ্ট মেয়াদ অমেত্ম প্রমোশনের জন্য প্রথম শ্রেণী/৮ম গ্রেডের একটি পদ সৃষ্টি করতে হবে।

৪। জাতীয় বেতন স্কেলে ইউ,পি সচিবের অধীনে ১জন অফিস সহকারী, ইউ, পি, তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা গণকে অগ্রাধীকার প্রদান স্বাপেক্ষে, ১জন কম্পিউটার অপারেটার, ১জন হিসাব  সহকারী, ৩জন কর আদায়কারী, ও একজন উপসহকারী প্রকৌশলী নিয়োগ প্রদান করতে হবে।

গ্রাম পুলিশ গণের জন্যঃ

১। জাতীয় বেতন স্কেলে ২০ নং গ্রেডের কর্মচারীর মর্যাদা ও বেতন ভাতা দিতে হবে।

 

তুমি ভয় পেয়োনা মা, এ সব সংস্থাপন খরচের জন্য স্থানীয় সরকারের হাট-বাজার ও স্থাবর সম্পত্তি হসত্মামত্মর করের অর্থ এবং বুক ভরা সাহসের প্রয়োজন হবে। আমরা তোমার হাজার হাজার সমত্মান এবং সর্ব সত্মরের জনগণ তোমার পাশে থাকব। তোমার জন্য বুকের তাঁজা রক্ত ঢেলে দিব।

 

আমি জানি তোমার সে ক্ষমতা আছে, স্থানীয় সরকার আইন সংশোধন করে এ প্রতিষ্ঠানটিকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলার। যে প্রতিষ্ঠান একদিন তোমার মনের মাধূরী মেশানো মমতা দিয়ে উদীয়মান সূর্যের মত উন্নয়নের জ্ব্যোতি ছড়াবে। এদেশ যতদিন বেঁচে থাকবে এ দেশের মানুষ তোমার নাম তাদের মনের মনীকোঠায় স্বর্ণাক্ষরে লিখে রাখবে। জানিনা মা তোমার চরণধূলী আমার কপালে শোভা পাবে কিনা ? এ জীবনে না পেলেও জন্ম-জন্মামত্মর তোমার চরণ ধূলীর আশায় থাকব। জয় বাংলা জয় হোক আমাদের মমতা ময়ী মায়ের। ইতি,

তোমার চরম অভাগা সমত্মানদের পক্ষে

বীরমুক্তিযোদ্ধারসন্তান

মোঃ হুমায়ুন কবীর

সচিব

১১নং রাধাকানাই ইউ,পি,

ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।

 

 

ডাউনলোড